আবু সাঈদ আল জিহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় চাঁপাইনবাবগঞ্জ এর বৃহত্তম তাজ ফার্মেসি সহ চশমার দোকান এ জরিমানা।
করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চলমান আছে বাজার মনিটরিং ও পরিদর্শন।সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ২৪মে রবিবার সকাল সাড়ে ১০ টায় পৌর এলাকার নিউমার্কেট, সাটু হল মার্কেট, ক্লাব সুপার মার্কেট,পুরাতন বাজার, বটতলা হাট, বারঘরিয়া বাজার সহ আশেপাশের এলাকায় বাজার মনিটরিং অভিযান চালায় জেলা প্রশাসন। আনসার ব্যাটালিয়ন সদস্যের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনায় সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক বজায় না রেখে ব্যবসা পরিচালনা করায় ক্লাব সুপার মার্কেটের এক চশমা দোকান মালিককে ২৬৯ ধারায় ১ হাজার,একই ধারায় বড় ইন্দারা মোড়ে তাজ ফার্মেসিকে ৫ হাজার, মুখে মাক্স ব্যবহার না করায় ১৮৮ ধারায় ১ জনকে ২০০ টাকা,মোট ৩টি মামলায় ৬ হাজার ২শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন,অন্যান্য দিনের চাইতে আজকে মার্কেট গুলোর পরিস্থিতি স্বাভাবিক আছে। তাই নিজ নিজ অবস্থান থেকে জেলা প্রশাসনকে সহায়তা করুন। সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার আহ্বান করেন ম্যাজিস্ট্রেট।