সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। এ পর্যবেক্ষণ সোমবার (৮ জুন) দুপুরে শেষ হবে।
গত শুক্রবার (৫ জুন) ভোরে করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় স্ট্রোক করেন মোহাম্মদ নাসিম। পরে জরুরিভাবে তার অপারেশন করা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া। তিনি জানান, উনি ডিপলি কোমায় (গভীর কোমায়) আছেন। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না।
এর আগে ১ জুন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম।