সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করা হয়েছে। আজ রবিবার (৫ জানুয়ারী) দুপুরে যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।
বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটককের তথ্য জানান বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক।
আব্দুল বারেক বলেন, আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের কথা শুনেছি। তবে বিস্তারিত এখনই বলতে পারছি না।
প্রসঙ্গত, আটক সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ২০২৪ সালের জানয়ারিতে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হন তিনি। এর আগে লতিফ বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:২৭ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি