ঢাকার উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের আইনজীবীদের জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ বুধবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
গত ১৬ অক্টোবর ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছিল পুলিশ।
পরদিন ঢাকার মোহাম্মদপুর থানায় করা পৃথক তিনটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত। ওইদিনও আসামি পক্ষের শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে দেয়া হয়েছিল।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম