পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে পাকিস্তান রেঞ্জার্স সদস্যরা। তাকে বহুবার গ্রেফতার করতে গিয়ে ব্যর্থ হয় পাকিস্তান পুলিশ। কিন্তু এবার তাকে হেফাজতে নিয়েছে রেঞ্জার্স সদস্যরা। পিটিআই’র আইনজীবী ফয়সাল চৌধুরী ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পিটিআই’র সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেছেন, ইসলামাবাদ হাইকোর্ট রেঞ্জার্সের দখলে। সেখানে আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে।
পিটিআই নেতা আজহার মাশওয়ানি অভিযোগ করেছেন, ইমরানকে রেঞ্জার্সরা আদালতের ভেতর থেকে ‘অপহরণ’ করেছে। এর প্রতিবাদে দলটি তাৎক্ষণিকভাবে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বলে জানিয়েছেন তিনি। ইমরান খানকে অন্যায়ভাবে হেফাজতে নিয়েছে রেঞ্জার্স সদস্যরা।
পিটিআই নেতা মুসাররাত চিমা টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন: তারা (রেঞ্জার্স) এখন ইমরান খানকে নির্যাতন করছে। তারা খান সাহেবকে মারছে। ওরা খান সাহেবের সঙ্গে কিছু করেছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রসঙ্গত, এখনো ইমরান খানের গ্রেফতারের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।
ছবি-ইন্টারনেট থেকে সংগৃহীত।