সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেত্রী ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব-৯।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৯ জানায়, সোনাপুর এলাকার স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সাবেক এমপি হেনরি।
র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে স্বামীসহ সাবেক এমপি হেনরিকে গ্রেফতার করে র্যাব। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩২ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি