মৌলভীবাজার জেলায় ৭২ হাজার টিসিবি’র কার্ড ধারী সাধারণ মানুষদের মধ্যে স্বল্পমূল্যে চাল, ডাল ও সয়াবিন তেল দেয়া শুরু হয়েছে। রবিবার (১৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার পৌর এলাকার ১নং ওয়ার্ডের পল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, সারাদেশে ১কোটি মানুষকে ফ্যামেলী কার্ডের মাধ্যেমে টিসিবি পণ্য সেবা দেওয়া হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের পাশে আছেন ছিলেন ও সব সময় থাকবেন। এবং সাধারণ মানূষের কথা চিন্তা করেই তিনি এই সল্পমৃল্যে বিভিন্ন খাদ্য সামগ্রী কার্ডের মাধ্যেমে দেওয়া হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এ্যপস) সুদর্শন রায়, পৌর মেয়র মো: ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিন
উপস্থিত ছিলেন, সদর উপজেলার টিসিবি তদারকি সমন্বয় প্রিয়তোষ রঞ্জন পাল।
এসময় ৪৮০ জনের মধ্যে টিসিবি’র সহযোগীতায় ৫ কেজি চাল, ২ কেজি মসুরী ডাল ও ২ লিটার সয়াবিন তৈল দেয়া হয়। চাল প্রতিকেজি ৩০ টাকা, ডাল প্রতিকেজি ৬০ টাকা ও সয়াবিন তৈল প্রতিলিটার ১০০ টাকা করে দেয়া হয়।
পৌরসভায় ৩ হাজার ৭৯ জন, সদর উপজেলায় ১২ হাজারের উপরে ও জেলাজুড়ে ৭২ হাজার টিসিবি’র কার্ড ধারীরা এ সুবিধা পাবেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি