স্পোর্টস ডেস্ক /S.H:
সাত বছর সময়টা দীর্ঘ, আর এই দীর্ঘ সময় ধরে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি ডাচদের। তবে এইবার পুরোপুরি প্রস্তুতি নিয়ে মাঠ রাঙাতে চায় কমলা জার্সি বাহিনী।
১৯৮৮ সালে উইরোর শিরোপা ঘরে তুলে ডাচরা, তবে তার আগে ১৯৮৪ সালের ইউরো খেলার যোগ্যতা তুলে ধরতে ব্যর্থ হয় নেদারল্যান্ড ফুটবল বাহিনী। ২০১৬ সালেও ইউরোতে খেলার সুযোগ হয়নি ডাচদের আর তার সাথে যোগ হয় ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপও। দূর্দশার গল্প এখানেই থেমে থাকেনি নেদারল্যান্ডসের। বার্সার টানে নেদারল্যান্ডসদের ত্যাগ করে কোচ কোমান, তার জায়গায় আসে ফ্রাঙ্ক ডি বোর। কোমানের হাতে গড়া নেদারল্যান্ডসের দায়িত্বটা ভালো ভাবেই বুঝে নিয়েছে ফ্রাঙ্ক। তবে দলের মূল অধিনায়ক ফন ডাইক ছাড়া মাঠে লড়তে হবে ডাচদের। তার সাথে থাকছে না মূল গোলরক্ষক ইয়াসপারও। সব কিছুর পরেও নিজেদের সেরাটা দিতে মরিয়া হয়ে রয়েছে ডাচরা। তার কারণটা হচ্ছে নেদারল্যান্ডসে রয়েছে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়। এই ইউরোতে নেদারল্যান্ডস হচ্ছে সবচেয়ে বেশি তরুণ প্রতিভাবান খেলোয়াড় নিয়ে গড়া দল। তাই তে ইতিহাস পুনরাবৃত্তি স্বপ্ন দেখছে ডাচরা। সবুজ মাঠ আবারও রাঙ্গিয়ে দিতে চায় কমলা বাহিনী।