মোঃ সদরুল কাদির (শাওন) সাতক্ষীরা:: বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শুক্রবার সকাল থেকে জেলার সাত উপজেলা থেকে সংবাদকর্মীরা এসে জড়ো হন। প্রতিবাদমূখর সমাবেশ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবে দাগি সন্ত্রাসীদের নগ্ন হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ই- এলাহীর সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপী, সুভাষ চৌধুরী, লায়লা পারভীন সেঁজুতি, আনিসুর রহিম, হাফিজুর রহমান মাসুম, ইয়ারব হোসেন, রুহুল কুদ্দুস, আবুল কাশেম প্রমুখ। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের পরিচালনার জেলার সকল উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিবাদ মূখর সমাবেশ থেকে পৃথকভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত: বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসী হামলায় আহত হন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলো’র কল্যাণ ব্যানার্জী, মোহনা টিভির আব্দুল জলিলসহ ১০জন সিনিয়র সাংবাদিক।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ৬৫ নং মামলা হলেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার হয়নি।