মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা প্রতিনিধি:: সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ রাত ভোর অভিযান চালিয়ে ৫৯০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক সম্রাট কে আটক করেছে। আটককৃত পিকআপ চালক ও তার সহযোগীর নাম স্বপন ও পারভেজ। তাদের একজনের বাড়ি যশোর মাগুরা ও অন্যজনের বাড়ি বগুড়া জেলায়।
গোয়েন্দা পুলিশের বিশেষ সূত্র জানায়, জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলী আহম্মেদ হাশমীর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর রবিণ চন্দ্র মন্ডল, সাব-ইন্সপেক্টর বিপ্লব, সহকারি সাব-ইন্সপেক্টর শরিয়াতুল্লাহ, সহকারী সাব-ইন্সপেক্টর বিষ্ঞু ঘোষাল ও সংঙ্গীয় ফোর্সের সহযোগীতায় সদর উপজেলার কাথন্ডা বাজারে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে কাথন্ডা বাজার থেকে একটি (জরুরী রপ্তানী কারক লেখা) পিকআপ ভ্যান কে চ্যালেঞ্জ করেন ডিবির ইনচার্জ জনাব আলী আহম্মেদ হাশেমী। পিকআপটির পিছনের দরজা খুলে তল্লাসী করে গোয়েন্দা পুলিশ। এক পর্যায়ে পিকআপের মধ্যে বিশেষ কায়দায় তৈরি চেম্বার থেকে ১টি, ২টি করতে করতে বস্তাভর্ত্তী ৫৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ। এসময় পিকআপ চালক ও তার সহযোগী কে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জনাব আলী আহম্মেদ হাশেমী জানান, গতকাল দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা মালবাহী পিকআপে ৫৯০ বোতল ফেন্সিডিল সহ দুই জন কে আটক করতে সক্ষম হয়েছি। তিনি জানান, পিকআপটি কার? পিকআপটি কার কাছে গিয়েছিল? কে এই চালানের আসল হোতা ইত্যাদি বিষয়ে আমরা ব্যাপক ভাবে খোজ খবর নিচ্ছি। তিনি আরো জানান, আটককৃতদের নামে মাদকদ্রব্য আইনে মামলা রুজুর প্রকৃতি চলছে।