মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা :: সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধে শালিস বৈঠক চলাকালে প্রতিপক্ষ ভাইপোর লাঠির আঘাতে চাচা ফজলু চৌকিদার (৪৫) খুন হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি কৈখালী ইউনিয়নে পশ্চিম পরানপুর গ্রামে মৃত আতি চৌকিদারের ছেলে। এঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম শ্যামনগর থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলা সূত্র ও নিহতের ভগ্নিপতি রাশিদুল জানান, ছোট ভাই আশরাফুল ও বড় ভাই মজিদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মিমাংসার জন্য গত সোমবার (২৯ এপ্রিল) বিকালে স্থানীয় ইউপি সদস্য পবিত্র কুমারের মধ্যস্থতায় শালিস বৈঠক বসে।
বৈঠক চলাকালীন সময় মজিদের পুত্র জোবায়ের ক্ষিপ্ত হয়ে মেঝচাচা ফজলুর মাথায় লাঠি দিয়ে কয়েকবার আঘাত করে। এতে ঘটনাস্থলে ফজলু গুরুতর আহত হয়।
দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে (খূমেক) প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর মৃত্যু হয়।
শ্যামনগর থানা ওসি হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।