মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা:: সাতক্ষীরা জেলার তালা-উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে ফিরোজা বেগমের স্ত্রীর হাতে স্বামী নজরুল মোড়ল ওরফে নজুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ।আজ রাত একটার সময় এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা কিশোর কুমার জানান, গনেশপুরে ছিপা খানের বাড়িতে বসবাসরত চাঁদকাটি গ্রামের মৃত সুরমাতুল্লার ছেলে নজরুল মোড়ল ওরফে নজু (৪৮) সাথে দুধলী গ্রামের ফিরোজা বেগম(৩৭) এর তিন বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকে উভয় মস্তিষ্ক বিক্রিত হওয়ায় এ নিয়ে প্রায় উভয়ের মধ্য কলহ বাধত। তারই জের ধরে আজ শনিবার রাত আনুমানিক ১টার সময় স্ত্রী ফিরোজা বেগম একপর্যায় হাতুড়ি দ্বারা তার স্বামীর মাথায় আঘাত করে। সাথে সাথে ঘটানাস্থলে তার মৃত্যু ঘটে ।
সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে স্ত্রী ফিরোজা বেগম কে আটক করে থানায় নিয়ে যায়। তবে এলাকাবাসীর দাবী ধৃত আসামী ফিরোজা বেগম মানসিক প্রতিবন্ধী।
পটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।