3 hours ago
সাতক্ষীরার কলারোয়ায় থানায় নতুন ওসি মনিরুজ্জমা
এস.এম মোর্তজা আলম, কলারোয়া প্রতিনিধি, সাতক্ষীরা:: কলারোয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মনিরুজ্জমান। শনিবার বিকালে তিনি কলারোয়া থানায় যোগদান করেন। এসময় থানার সকল এসআই, এএসআইসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি বিদায়ী অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদের স্থলাভিষিক্ত হলেন। চাকরি জীবনে তিনি মাগুরা, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রাম, শার্শা ও সর্বশেষ যশোর জেলারের ডিবি পুলিশে অফিসার ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন।
কর্মজীবনে মনিরুজ্জামান ২০০০ সালে পুলিশের এসআই এবং সর্বশেষ ২০১১ সালে পুলিশ পরিদর্শক হিসাবে যশোর কোতয়ালী থানা ও ডিবিতে পদোন্নতি পান। তিনি ২০১৫ সালের ৯ নভেম্বর শার্শা থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। শার্শা থানায় যোগদান করার পর থেকেই সন্ত্রাসী ও কুখ্যাত মাদক সম্রাটদের কাছে এক মূর্তিমান আতংক হিসাবে পরিচিতি পেয়েছেন তিনি।
তিনি কামাল চেয়ারম্যান, ইউপি সদস্য মহিজুল, জিয়ারকে আটক করতে সক্ষম হন। তাছাড়া এ অঞ্চলের কুখ্যাত মাদক সম্রাটদের বেশ কয়েকজনকে নির্মূল করতে সক্ষম হয়। আর এসব বিষয় বিবেচনা করেই তাকে আইজি পদকে ভূষিত করা হয়।
তিনি ব্যক্তিগত ভাবে শার্শা থানায় কর্মরত অবস্থায় ২০১৬ সালেই আইন-শৃঙ্খলা, মাদকদ্রব্য নির্মূল, জঙ্গিবাদ দমন ইত্যাদির উপর যশোর জেলার মধ্যে ৯ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। পারিবারিক জীবনে তিনি ২কন্যা সন্তানের জনক।
কলারোয়া থানা এলাকায় সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ, চাঁদাবাজি, ইভটিজিং, মাদক, চোরাচালানসহ সকল প্রকার অপরাধ নির্মূল করতে আইজি পদকে ভূষিত মনিরুজ্জামান সকলের সহযোগিতা কামনা করেছেন।