মোঃ সদরুল কাদির (শাওন), জেলা সংবাদদাতা, সাতক্ষীরা:
সাতক্ষীরায় সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ইলতুত মিশ ও ডিবি এর সহযোগিতায় সাতক্ষীরা ডিটেকটিভ শাখার (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ হাশমি। ডিবি এসআই রেয়াদুল ইসলাম এসআই হাফিজুর রহমান, এসআই মিজানুর রহমান, এএসআই সহ অভিযানের নেতৃত্ব দেন। বিষ্ণু ঘোষাল, এএস.আই শোফিয়াতুল্লাহ সহ অন্যান্য সমস্ত কনস্টেবল। আলোম শধু (বিশেষত প্রাণী বহনের জন্য ব্যবহৃত গাড়ি) নামে একটি ইঞ্জিন ভ্যান সহ ১৪ কেজি গাজা বহনকারী তিন মাদক ব্যবসায়ী। গোপন উৎস থেকে প্রাপ্ত তথ্য ডিবি লস্কর ফিলিং স্টেশনের নিকটবর্তী সোইঘোরিয়ায় রাস্তা বাধা দেয় এবং ইঞ্জিন ভ্যানটি পরীক্ষা করে। তারা গাড়ির অভ্যন্তরে ১৪ কেজি গাজা এবং তিন মাদক ব্যবসায়ীকে ১) মোঃ মিজানুর রহমান (৩৫), এস / ও- কলারোয়া, ২) মোঃ মুথু হোসেন (২৪), এস / ও- সাতক্ষীরা সদর, ৩) মোঃ সাওকাত পেয়েছেন। হোসেন ()০), এস / ও- ডুমুরিয়া, খুলনা। শেষ তথ্য অনুযায়ী ডিবি অফিসার তাদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা প্রক্রিয়া করছেন।