সম্প্রতি প্রলয়নকারী ঘূর্ণিঝড় ইয়াস বা যশের ছোবল থেকে বাংলাদেশ রক্ষা পেলেও এর প্রভাবে নদ-নদীর সৃষ্ট জোয়ারের পানির তােড়ে ভেসে গেছে উপকূলবর্তী বহু এলাকায়।
এর মধ্যে খুলনার কয়রা, সাতক্ষীরা আশাশুনির প্রতাপনগর, শ্যামনগর সহ বিভিন্ন এলাকায় বেড়ি বা শহর রক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে নিম্নঞ্চলেরর শতশত বাড়ি ঘর। গৃহহীন হয়ে পড়েছে হাজারও মানুষ।
বন্যাদূর্গত এলাকার মানুষ পরিবার-পরিজন নিয়ে নিদারুন কষ্ট আর সংঙ্কটের মধ্য দিন কাটছে। এসব এলাকার কিছু মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অর্থ ও খাদ্য উপকরণ প্রদান করেছে সাতক্ষীরার সন্তান সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ােগপ্রাপ্ত বাংলাদেশী অফিসার মাসদ রানা।
বন্যাদূর্গত এলাকার মানুষ পরিবার-পরিজন নিয়ে নিদ আর সংঙ্কটের মধ্য দিন কাটছে। এসব এলাকার কিছু পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে অর্থ ও খাদ্য উপকরণ প্রদান করেছে সাতক্ষীরার সন্তান সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ােগপ্রাপ্ত বাংলাদেশী অফিসার শিশু রিমঝিম এর পিতা মাসুদ রানা।
বর্তমানে মাসুদ রানা সৌদি আরবে অবস্থান করায় স্থানীয় ব্যক্তির মাধ্যমে অন্তত ৩০-৪০ জন অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১০ কেজি আলু, ৫ কেজি পেয়াজ, ৫ কেজি তেল, ৫ কেজি মশুর ডাল, ২ কেজি রসুন সহ বিভিন্ন খাদ্য উপকরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ ছাড়াও তিনি বাংলাদেশের এই সংস্কটময় পরিস্থিতিতে সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে দূর্গত মানুষের পাশে দাড়াতে একটি কল্যাণ তহবিল গঠন করেছে। সেখানে সকলকে অর্থ সহায়তা প্রদানের আহ্বান জানান।
এব্যাপারে প্রবাসী মাসুদ রানা বলেন, আমার এই ফান্ডে দেশ- বিদেশ থেকে যে কেউ ক্ষতিগ্রস্থদের জন্য সহায়তা পাঠাতে পারেন। সংরহীত অর্থ বন্যাদূর্গতদের মাঝে পৌচ্ছে দেয়া হবে। এর আগে নিজের সমার্থনুযায়ী নগদ অর্থ সহ খাদ্য সহায়তা পৌচ্ছে দিয়েছি।