একজন চেক ক্রীড়াবিদ তার ধৈর্যের প্রমাণ দেখিয়ে বিশ্বকে পুরোপুরি তাক লাগিয়ে দিয়েছেন। নিজের নামটি লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে। তাঁর নাম জোসেফ শালেক, ওরফে জোস্কা। ৯ ঘন্টা, ৩৮ মিনিট এবং ৪৭ সেকেন্ডের জন্য প্ল্যাঙ্ক বা তক্তা অবস্থানে নিজেকে উপুড় করে রেখে অস্ট্রেলিয়ান ড্যানিয়েল স্কালির ২০২২ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি ভাঙেন তিনি। ড্যানিয়েল স্কালি যিনি ৯ ঘন্টা, ৩০ মিনিট এবং ১ সেকেন্ড ধরে তক্তা অবস্থান ধরে রেখেছিলেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জোস্কা একজন থেরাপিস্ট, শিক্ষক এবং ব্যক্তিগত উন্নয়ন প্রশিক্ষক। তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে জানান, পাঁচ বছর আগে, আমার ওজন ১৫ কিলো (৩৩ পাউন্ড) বেশি ছিল। আমি অ্যালকোহল এবং সিগারেটের শৌখিন ছিলাম। কিন্তু একটি নির্দিষ্ট জীবন-পরিবর্তনকারী মুহূর্ত আমাকে এই রূপান্তরে নিয়ে এসেছে। তাই আমি বিশ্বকে যে জিনিসটি দিতে চাই তা হল যে আপনার বয়স যাই হোক না কেন, আপনি কেবল সুখী, আরও গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যকর বোধ করার জন্য নিজেকে পরিবর্তন করতে পারেন। হতেও পারেন বিশ্ব রেকর্ডের অধিকারী/অধিকারিণী।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি