আগামীকাল শুক্রবার থেকে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)।
আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএসটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে এসব তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
কনফারেন্সে মোহাম্মদ আবদুর রউফ বলেন, আগামীকাল থেকে কাজীপাড়া স্টেশন চাল হবে৷ নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজীপাড়াও মেট্রোরেল থামবে।তবে শুক্রবার চলবে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাতে স্বাভাবিক সময় পর্যন্ত। এ ক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী।
উপদেষ্টা ও সচিবের নির্দেশনা আমাদের ডিএমটিসিএল টিম অক্লান্ত পরিশ্রম করে স্থানীয় পর্যায়ে বুদ্ধি খাটিয়ে আমরা কাজীপাড়া স্টেশন চলাচলের উপযোগী করেছি। এটা আমাদের ওপর চাপ ছিল। তারপরও মানুষকে সেবা দিতে আমরা দ্রুত সময়ের মধ্যে এ স্টেশন ঠিক করেছি।
তবে কাজীপাড়া স্টেশন চালু হলেও আপাতত বন্ধই থাকছে মিরপুর-১০ স্টেশন। এ বিষয়ে তিনি বলেন, অনিবার্য কারণবশত মিরপুর-১০ স্টেশনে আপাতত মেট্রোরেল থামবে না। এটা আমাদের কাজ চলছে। কাজ শেষ করে দ্রুত এ স্টেশন চালু করার আমরা চেষ্টা চালাচ্ছি। ওই স্টেশনে কতটুকু ক্ষতি হয়েছে সেটি নিরূপণে আমাদের টিম কাজ করছে৷ এ টিমের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কতটুকু ক্ষতি হয়েছে। আশা করি এক সপ্তাহের মধ্যে রিপোর্টটি পাবো।
কাজীপাড়া স্টেশনে সংস্কার করতে এখন পর্যন্ত ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান ডিএমটিসিএল এর এমডি। তিনি বলেন, অনেক কিছু আমরা আমাদের অন্য স্টেশন থেকে নিয়ে এসেছি। ল্যাব, প্রশিক্ষণ কেন্দ্র ও প্রদর্শনী কেন্দ্র থেকেও বিভিন্ন জিনিস এনে লাগানো হয়েছে৷ পরে সেগুলো এসেসমেন্ট করতে হবে। তখন সেগুলো দাম জানা যাবে।
সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি
এছাড়া গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের ভায়াডাক্ট এর বিয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশসহ রিপোর্ট জমা দিতে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছে ডিএমটিসিএল, প্রকল্প ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এই রিপোর্ট দাখিল করা হবে। তখন এই সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে জানা যাবে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম