প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণে দ্বিতীয় বারের মতো অসুস্থতা দেখিয়ে আদালতে উপস্থিত হননি চিত্রনায়ক শাকিব খান।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
এদিন শাকিব খান অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে না এসে তার আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। পরে আদালত এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী বছরের ১৫ জানুয়ারি দিন ধার্য করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান।
এর আগে গত ৯ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে আদালতে সাক্ষ্য দিতে যাননি শাকিব খান। আদালতে দেওয়া সময়ের আবেদনে আইনজীবীর মাধ্যমে এ কারণ উল্লেখ করেন তিনি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আজকের দিন পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করেন।
ওইদিন অভিযোগ গঠনের সময় রহমত উল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এছাড়া আদালতের অনুমতি ছাড়া আসামি রহমত উল্লাহর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন শাকিবের আইনজীবী। আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে আদালতের অনুমতি ছাড়া রহমত উল্লাহ বিদেশ যেতে পারবেন না।
প্রসঙ্গত, ব্ল্যাকমেল করে চাঁদা দাবির অভিযোগে এ বছরের ২৩ মার্চ প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন শাকিব খান। এর অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞারও আবেদন করেন তিনি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম