ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বর্তমান সময়ের ক্রিকেটারদের নিয়ে ‘স্বপ্নের একাদশ’ নির্বাচন করেছে। প্রতিদ্বন্দ্বী সবাইকে পেছনে ফেলে স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। এছাড়াও, পেস অলরাউন্ডার হিসেবে বেন স্টোকস জায়গা পেয়েছেন ক্রিকইনফোর স্বপ্নের একাদশে।
এর আগে, নিজের নির্বাচিত দশক সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ও সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। পূর্ণ দশ ওভার বোলিং করতে পারবেন পাশাপাশি সাত নম্বরে ব্যাটিংয়েও পারদর্শী এমন একজনের খোঁজে নিজের একাদশে সাকিব আল হাসানকে রেখেছেন ক্যারিবিয়ান তারকা। ঠিক একই ভাবনায় ক্রিকইনফোর স্বপ্নের একাদশেও জায়গা পেয়েছেন সাকিব।
ক্রিকইনফোর স্বপ্নের একাদশ
রোহিত শর্মা (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, অধিনায়ক), বেন স্টোকস (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড, উইকেটরক্ষক), সাকিব আল হাসান (বাংলাদেশ), ক্রিস ওকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কুলদ্বীপ যাদব (ভারত) ও জাসপ্রিত বুমরাহ (ভারত)।
দ্বাদশ খেলোয়াড়: জোফরা আর্চার (ইংল্যান্ড)।