নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে চোট পান অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচের পর বাংলাদেশ অধিনায়কের চোটগ্রস্ত জায়গায় এমআরআই স্ক্যানও করানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পরে জানা যায় ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে পড়েন সাকিব। গণামাধ্যমকে এই আপডেট দেন বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
এদিকে, সাকিবের পেশিতে চিড় পরার কারণে পরের ম্যাচে তাকে পাওয়া নিয়েও শঙ্কা জেগেছে। আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজেরা। এর আগে সাকিবকে পুরোপুরি ফিট পাওয়া যাবে কি না, তাই এখন বড় প্রশ্ন। তবে আজ সোমবার (১৬ অক্টোবর) সাকিবের ইনজুরি প্রসঙ্গে বাংলাদেশ দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, পুনেতে আগামীকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) ব্যাটিং অনুশীলন করবেন সাকিব। এরপরই ভারতে বিপক্ষে ম্যাচ খেলবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট।
সাকিবের ইনজুরি প্রসঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গনমাধ্যমকে জানান, সাকিব চাইছে খেলতে। আমরা চাই না (তাকে নিয়ে ঝুঁকি নিতে)। এটা ডিপেন্ড করে ওর শতভাগ ফিটনেসের ওপর। টুর্নামেন্টের ছয়টা ম্যাচ বাকি আছে; আমরা চাই না একটা ম্যাচ খেলে পুরো টুর্নামেন্ট মিস করুক। ডাক্তার-ফিজিওদের ওপর এটা নির্ভর করছে। কোচের মতামতের ব্যাপার না এটা। আমরা চাই না যে এটা খেলে সাকিবের ক্যারিয়ারের জন্য সমস্যা হোক বা লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। আমরা চাই, সাকিব যদি চায় এবং ফিজিওদের মত থাকে তাহলে সে খেলবে। এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয়; তাহলে আমরা খেলব।
এর আগে, সাকিবের চোটের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়জেদুল ইসলাম জানিয়েছিলেন, ব্যাটিং করার সময় বাঁ-পায়ের পেশিতে অস্বস্তিবোধ করছিলেন সাকিব। এরপরও তিনি ফিল্ডিং করেন এবং নিজের ১০ ওভারের কোটা পূরণ করেন। ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করানো হয়েছে এবং আগামী ম্যাচের জন্য আমরা তার ফিটনেস পর্যবেক্ষণ করব। আমরা তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৩ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি