স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের বাঁচামরার শেষ লড়াইট। এ ম্যাচে যে কোনো মূল্য জয় পেতেই হবে লাল সবুজের প্রতিনিধিদের। ম্যাচের আগে অনুপ্রেরণা জোগাতে ক্রিকেটারদের টিম হোটেলে হঠাৎ উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসসহ বোর্ডের একাধিক কর্তা।
সাকিব আল হাসানের নেতৃত্বে নতুন শুরুর বার্তা দিলেও আফগানিস্তানের বিপক্ষে দেখা গেল সে পুরনো বাংলাদেশকেই। ৭ উইকেটের হারে এশিয়া কাপের আয়ু অনেকটা ক্ষীণ হয়ে এসেছে টাইগারদের জন্য। সুপার ফোর নিশ্চিত করতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। অন্যথায় টাইগারদের এশিয়া কাপ যাত্রা শেষ হয়ে যাবে মাত্র তিন দিনেই।
এদিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে শক্তিশালী দলে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অধিনায়কের পরে পরিবর্তন হয়েছে কোচও। অথচ নতুন মোড়কে যেন সে পুরনো বাংলাদেশই ধরা দিচ্ছে বারবার। আফগানিস্তানের বিপক্ষে হারে পিছিয়ে গেছে টাইগাররা। কিন্তু সুপার ফোরের আশা তো টিকে আছে। মিশন এবার শ্রীলঙ্কা। তাদের হারাতে পারলেই পাওয়া যাবে সুপার ফোরের টিকিট। এ ম্যাচ যে কোনো উপায়ে জেতা চাই বাংলাদেশের। ম্যাচের আগে ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে তাই তাদের টিম হোটেলে সশরীরে উপস্থিত হন নাজমুল হাসান পাপন, জালাল ইউনুসসহ বোর্ডের একাধিক কর্মকর্তা।