মোঃ জহির হোসেন, লক্ষ্মীপুরঃ নোয়াখালির কোম্পানিগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করার সময় অনলাইন পোর্টাল বার্তা বাজার প্রত্রিকার সাংবাদিক বোরহান উদ্দীন মোজাক্কিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সাংবাদিকরা রায়পুর থানার সামনে এ মানববন্ধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা উপজেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকরা। উক্ত মানববন্ধন এর আয়োজন করেন বার্তা বাজার প্রত্রিকার লক্ষ্মীপুর-২ আসন প্রতিনিধি মেহেদী হাসান মাছুম, রায়পুর সাংবাদিক ইউনিয়ন, রায়পুর প্রেসক্লাব, রায়পুর রিপোর্টার্স ইউনিটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান মুরাদ, রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম মিন্টু,রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ, এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বুলেটিন প্রত্রিকার রায়পুর প্রতিনিধি, আজম খান, বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার রায়পুর প্রতিনিধি, মোস্তফা কামাল , আমার সংবাদ প্রত্রিকার রায়পুর প্রতিনিধি, আর.জে হারুন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দীন মোজাক্কিরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার দাবি জানান।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুতি নেন আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।এসময় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল বাজারের দলীয় কার্যালয়ে দিকে যায়। হঠাৎ করে ওই মিছিলে আবদুল কাদের মির্জার সমর্থক জামাল উদ্দিন লিটনসহ কিছু লোক বাধা দেয়।
এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় বার্তা বাজারের নোয়াখালীর নিজস্ব প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন।