ফের বিতর্কের মুখোমুখি ইলন মাস্ক। এবার সমালোচনার মুখে বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট ফেরত দিয়েছেন এই টুইটার প্রধান। শনিবার (১৭ ডিসেম্বর) এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
এর আগে, টুইটার থেকে বরখাস্ত হওয়া সাংবাদিকদের মধ্যে নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, সিএনএন এবং ভয়েস অব আমেরিকার সাংবাদিকেরাও ছিলেন।
✪ আরও পড়ুন: পৃথিবীতে এলিয়েনের অস্তিত্ব আছে কিনা জানালো যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার মাস্ক অভিযোগ করেন, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য প্রকাশ করে তার পরিবারকে ঝুঁকিতে ফেলা হয়েছে। এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। টুইটারের মালিক ইলন মাস্কের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি তাকে সতর্ক করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই কাণ্ডের পরেই অ্যাকাউন্ট ফেরত দিতে টুইটারে একটি ভোটের আয়োজন করেন মাস্ক।
৫৯ শতাংশ ভোটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার পক্ষে অবস্থান নেন। এরপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন মাস্ক।
কেএইচএস
✪ আরও পড়ুন: নতুন আঙ্গিকে আসছে টুইটার ব্লু