রাজনীতি ডেস্কঃ দেশে চলমান মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। গতকাল তাদের শরীরে করোনার লক্ষণ দেখা গেলে উভয়ের করোনা পরীক্ষা করান।
গতকাল সোমবার (১০ জানুয়ারি) বিএনপির মহাসচিবের স্ত্রীর করোনা পজিটিভির রিপোর্টের বিষয়টি নিশ্চিত হয়। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনা পজিটিভির রিপোর্ট আসে। এরপরই গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
বর্তমানে তারা উত্তরার ভাড়া বাসায় আইসোলেশনে আছেন। এখনও পর্যন্ত দুজনের শারিরীক অবস্থাই স্থিতিশীল। সম্প্রতি করোনার বুস্টার ডোজও নিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল রাজশাহীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দেয়ার কথা ছিল বিএনপি মহাসচিবের।
এদিকে সোমবার ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ২৩১ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৯০ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ২৬ হাজার ১৪৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন।
এর আগে, গত রোববার (৯ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৯১ জন।