সিরাজগঞ্জের সলঙ্গায় ২৮ লাখ টাকার হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ী মনি আক্তারকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
শনিবার (৬ই মে) সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়- শুক্রবার (৫ ই মে) সন্ধ্যা ৬ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন নিউ লাইন হসপিটাল এর সামনে বগুড়া ঢাকা মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয় বলে উল্লেখ করেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
র্যাব আরো জানায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
আটক মাদক ব্যবসায়ী হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাগমারা গ্রামের, মোছাঃ মনি আক্তার (৩১), স্বামী-মোঃ সাইফুল ইসলাম, পিতা-মোঃ আব্দুল মজি।
আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-১২’র সিপিএসসি কোম্পানি কমান্ডার, মোঃ আবুল হাসেম সবুজ।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি