তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সহ শ্রীমঙ্গল উপজেলা একুশে ফেব্রয়ারী মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারী বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
আজ ২১ ফেব্রয়ারী বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১ম প্রহরে সবাই সম্মিলিত হয়ে শহীদদের স্বরনে ফুলদিয়ে শ্রদ্ধা জানাতে আগমন করেন শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে। রাত ১২ ঘটিকার সময়ে তরুণ শহীদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় শ্রীমঙ্গল পৌরসভা শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এম.পি সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের পক্ষথেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল থানা প্রসাশন পক্ষথেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরবর্তীতে শ্রীমঙ্গল উপজেলা যুবলীগ,ছাত্রলীগ,বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষথেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভপতি অর্ধেন্দ কুমার দেব বেভুল,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আশরাফুজ্জামান আশিক,শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক,শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, শ্রীমঙ্গল উপজেলা স্বাহ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ সাজ্জাদ হোসেন চৌধুরী,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শুব্রধর, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন সহ আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ সাংস্কৃতিক সংঘটন, সমাজ সেবামূলক সংঘটন সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।