ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের লিগস কাপের শিরোপা জেতার মধ্য দিয়ে একটি রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। তাঁর ক্যারিয়ারে সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। এতে করে সর্বোচ্চ ৪৪ শিরোপা জয়ের রেকর্ড গড়ে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
আজ রোববার (২০ আগস্ট) সকালে জিওডিস পার্কে অনুষ্ঠিত লিগস কাপের ফাইনালে স্বাগতিক ন্যাশভিল এসসি ও ইন্টার মায়ামির খেলা নির্ধারিত সময়ে ১-১ এর সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে ১০-৯ গোলের জয়ে কিংবদন্তি লিওনেল মেসির ইন্টার মিয়ামি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের লিগস কাপের শিরোপা জিতলো।
ন্যাশভিলের হোম গ্রাউন্ড জিওডিস পার্কে ফাইনাল ম্যাচের শুরুতেই মেসির গোলে প্রথমার্ধেই লিড নেয় ইন্টার মায়ামি। ২৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির দূরপাল্লার অনবদ্য গোলে লিড পায় মায়ামি। ১-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।
এদিকে দ্বিতীয়ার্ধে সমতা আনে ন্যাশভিল। মেসি আর মায়ামি ভক্তদের হতাশায় ডুবিয়ে ৫৭ মিনিটে কর্নার থেকে গোল করেন ফাফা পিকোল্ট। ৭১ মিনিটে আবারও ন্যাশভিলের ডেরায় কাঁপন ধরিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ডিফেন্ডারদের পর গোলরক্ষককেও মেসির শট পরাস্ত করেছে। কিন্তু ক্রসবারে লেগে ফিরে আসে বল। ৯০ মিনিটের খেলা অমীমাংসিত থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলা এই আসরে হয়নি নিয়মানুসারেই। শিরোপা লড়াইয়ের তাই নিস্পত্তি হয় টাইব্রেকারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাটিতে নেমে মেসি টুর্নামেন্টের প্রতি ম্যাচেই গোল করেছেন। তিনি আসর শেষ করেছেন ৭ ম্যাচে ১০ গোল করে। এতে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার তিনি। আসরের সেরা ফুটবলারের পুরস্কারও ওঠে তার হাতেই।
ডিবিএন/এসই/ এমআরবি