এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম, এরপরও ঋণগ্রস্ত কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হলে পাশে থাকবে কেন্দ্রীয় ব্যাংক। ২০১৯-২০ অর্থবছরের কৃষিঋণ নীতিমালা ঘোষণা করতে গিয়ে এ মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান। কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি অর্থবছরে ২৪ হাজার ১২৪ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করবে সরকার।
তবে বাংলাদেশ ব্যাংক মনে করে, এ বছর ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম। যদিও বন্যা পরবর্তী সময়ে কৃষি ও কৃষকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ডেপুটি গভর্নর। মতিঝিলে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক জানায় ২০১৯-২০ অর্থবছরে ২৪ হাজার ১২৪ কোটি টাকা কৃষি ঋণ দেবে সরকার।
নীতিমালায় বলা হয়েছে, এ বছর অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবে, শস্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাত। এছাড়া, হয়রানি কমিয়ে আনতে শস্য ও ফসল চাষে ঋণ আবেদন ১০ কার্যদিবসে নিষ্পত্তির নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কাজু বাদাম, রাম্বুটান চাষ ও যশোর অঞ্চলে ফুল চাষ সম্প্রসারণের জন্য নীতিমালার বাইরে গিয়েও অর্থ সহায়তা দিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো।