সম্প্রতি দক্ষিণ নেদারল্যান্ডসের শহরে সমুদ্রসৈকত এবং বিভিন্ন টিলাগুলোয় পর্যটকদের যৌনতা নিষিদ্ধ করে প্রচারণা শুরু করেছে। সৈকতে লাগানো হয়েছে এ-সংক্রান্ত পোস্টার। যেসব পর্যটক নিষেধাজ্ঞা না মেনে যৌনতায় লিপ্ত হবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। খবর-দ্য গার্ডিয়ান।
দ্য গার্ডিয়ান পত্রিকার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রত্রিবেদনে জানা গেছে, গত সপ্তাহে পর্যটকদের সৈকতে যৌনতা নিষিদ্ধ করে পৌরসভার উদ্যোগে সৈকতের বিভিন্ন যায়গায় সতর্কতা চিহ্ন এবং পোষ্টার লাগিয়েছে। পাশাপাশি সৈকতে যৌনতা এড়াতে আইনি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৈকতে যৌনতার বিরোধিতা করে শহরের মেয়র ফ্রেডেরিক শোউয়েনার একটি বিবৃতিতে বলেছেন, ‘স্থানীয় মানুষদের জন্য টিলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে আমরা পর্যটকদের বিনোদন দিতে রাজি না।’
এনএফএন ওপেন এন ব্লুট নগ্ন বিনোদন অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র বলেছেন, ‘বাইরে যৌনমিলন, নগ্নতা বিনোদন নয়, এবং যারা রোদে স্নান করতে আসেন তারাও এই বিষয়টিকে বিরক্তিকর মনে করে। তাই আমরা বাইরে এসে যৌনতা থেকে নিজেকে দূরে রাখি।’
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি