দুর্নীতি বিষয়ক তথ্য গোপন করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গঠনতন্ত্রের ২.৪.৪ এর ধারা লঙ্ঘন করেছেন উমর আকমল। তাই তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হলো এই উইকেট-রক্ষক ব্যাটসম্যানকে।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জিও নিউজ জানায়, পিসিবির শৃঙ্খলা বিষয়ক কমিটির প্রধান সাবেক বিচারপতি ফজলে মিরান চৌহান উমরের নিষেধাজ্ঞার শুনানি পরিচালনা করেন।
২০০৯ সালে ওয়ানডেতে জাতীয় দলে অভিষেক হয় উমরের। ১২১টি ওয়ানডে খেলে ২ শতক আর ২০টি অর্ধশতকে রান করেছেন ৩ হাজার ১৯৪।
১৬ টেস্টে মোট রান ১০০৩। সাদা পোশাকে শতক একটি। রয়েছে ৬টি অর্ধশত রানের ইনিংস। ৮৪ টি-টোয়েন্টিতে ৮ অর্ধশতকসহ মোট রান তুলেছেন ১ হাজার ৬৯০।
গেল ২০ ফেব্রুয়ারি থেকে তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় উমরকে। গেল ২০ মার্চ তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে পিসিবি। ৩১ মার্চ পর্যন্ত কারণ দর্শানোর সময় দেয়া হয়েছিল তাকে।