করোনা মোকাবিলা একটি যুদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, এ যুদ্ধে ঘরে থাকাই প্রত্যেকের দায়িত্ব।
স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে সরকারের উদ্যোগগুলো তুলে ধরে বলেন।
শেখ হাসিনা বলেন, করোনায় পুরো বিশ্ব অনিশ্চয়তায় রয়েছে তবে কঠিন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে।
তিনি জানান, প্রতিঘাত মোকাবিলায় রপ্তানিখাতে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা দেয়া হবে।
কাউকে সঙ্কটের এই সময়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ অসত্য তথ্যে বিভ্রান্ত হবেন না। সবার সচেতনতাই দেশের মানুষকে সুরক্ষিত রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে সরকার। স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রীর পর্যাপ্ত মজুদ রয়েছে। করোনা পরীক্ষায় দেশে আছে ১৩ হাজার কিট; আরো আসছে ৩০ হাজার কিট।সূত্র : সময় নিউজ