রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়া কেউ ভিআইপি নন। বাকি সবাই রাষ্ট্রের চাকর। এমন মন্তব্য করেছেন উচ্চ আদালত। যুগ্ম সচিবের জন্য ফেরি আটকে রাখায় অ্যাম্বুলেন্সে তিতাসের মৃত্যুর বিষয়ে রুল জারি শেষে আদালত এ কথা বলেন।
স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুতে কেন ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অতিরিক্ত সচিব পদমর্যাদার একজনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন কোরে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৫ জুলাই রাতে এক যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় ৩ ঘণ্টা ফেরি আটকে রাখা হয়। সে ফেরিতেই অ্যাম্বুলেন্সে থাকা তিতাসের মৃত্যু হয়।
সুত্র : সময় নিউজ