নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম :-কাঁচাবাজারে সবজির দাম এখন আকাশ ছোঁয়া। আলু ও পেপে ছাড়া বাকি সব সবজি ৫০ থেকে ৮০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ,মাংস ও ডিম। তবে অপরিবর্তিত রয়েছে চাল সহ মুদি সামগ্রীর দাম।
আজ শুক্রবার (২২ মার্চ ) নারায়ণগঞ্জ এর কয়েকটি কাঁচাবাজার ঘুরে ক্রেতা – বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
বাজার ঘুরে দেখা যায় সজনা ও বরবটি সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।
সজনা ১৪০-১৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আর বরবটি ১২০-১৪০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি ধরে। একই দামে বিক্রি হচ্ছে করলা। ডেরর ও কচুর লতি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজিতে।
তবে এ সপ্তাহে পেঁয়াজের দাম ৫ টাকা কমে বিক্রি হচ্ছে।
কাঁচাবাজারের দাম এখন যদি এত বেশি হয় তাহলে সামনের দিকে তো কাঁচাবাজারে আসাটাই দায় হয়ে পড়বে এমন মন্তব্য করেন একজন মধ্যে শ্রেণির ক্রেতা।
নারায়ণগঞ্জ ভূইগর এলাকার কাচামালের দোকানদার বলেন,যানবাহনের ভাড়া ও গরমে কাঁচামাল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যার জন্য লোকসান পোষাতে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে কিছুদিনের ভিতর দাম হাতের নাগালে চলে আসবে বলে জানান দোকানিরা।