তিমির বনিক : ছাত্রলীগ নেতার আত্মজীবনী আত্মপ্রচারবিমুখ সুধুর প্রবাসে পাড়ি জমায় সেই ২০০৬ সালে জীবন ও জীবিকার তাগিদে সে নেতা আর কেউ নন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সুযোগ্য রাজ পথ কাপানো পড়ালেখার জীবন অজপাড়া গাঁয়ে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিব আদর্শের সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও মেধা সম্পন্নতার পরিচয় প্রকাশ পায় পড়ালেখার পাশাপাশি রাজনৈতিক জীবনে ও একধাপ এগিয়ে নবারুণ দাস রিপন। সেই নবারুণ দাস রিপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষতার সাথে পড়ালেখার পাশাপাশি রাজনৈতিক জীবনে এগিয়ে অজপাড়া গাঁয়ের ছেলে ২০০১-২০০২ইং সালে কেন্দ্রীয় ছাত্রলীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে তাকে তার দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে স্থান করে নেয় নবারুণ দাস রিপন।
বর্তমান রাজনৈতিক, পাশাপাশি ব্যবসায়ী হিসেবে ও সুপরিচিত সনামধন্য মুখ এই মূজিব আদর্শের সফল সৈনিক। যুক্তরাজ্য নিউ হাম আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে সততার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। সেই পরিক্ষীত মুজিব আদর্শের সৈনিক ৫০ বছর বিজয়ের, সুবর্ন জয়ন্তীতে সকলকে শুভেচ্ছা বিনিময় করেন এবং এরি সাথে মুজিব সৈনিক সুবর্ন জয়ন্তীতে আবেগ আপ্লুত হয়ে দেশের টানে বিজয় দিবস খুশির মুহুর্তে আনন্দ ভাগাভাগি করতে সেই যুক্তরাজ্য থেকে নারীর টানে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের এক ঝলক সরিক হতেই পাড়ি দিয়েছেন নিজ মাতৃভূমিতে।
গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আজ শনিবার উনার নিজ বাসস্থান মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসার কথা রয়েছে। জীবন যুদ্ধ মুজিব আদর্শের সৈনিক আজ সফলতার সাথে রাজনৈতিক ও জীবন জীবিকা একাধারে একজন সফল ব্যবসায়ী ও নবারুণ দাস রিপন।