নাইজেরিয়ায় সশস্ত্র সন্ত্রাসী হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এই হামলার খবর নিশ্চিত করেছে।
রোববার (০৩ মে) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি।
রাজ্যটির স্থানীয় সরকার প্রধান অগবোনায়া চুকু-উডে জানান, দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইবোনিতে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে।
এছাড়া পার্শ্ববর্তী কাদুনা অঞ্চলের বুরুকু গ্রামে আরেক সন্ত্রাসী হামলায় আরো ৪ জন নিহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। সন্ত্রাসীরা যাওয়ার সময় সেখান থেকে ৬ জনকে অপহরন করে নিয়ে গেছে বলেও জানিয়েছে তারা।
হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। তবে ধারনা করা হচ্ছে আধিপত্যকে কেন্দ্র করে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
নাইজেরিয়াতে প্রায়শই গোষ্ঠিগত দাঙ্গা-হাঙ্গামার ঘটনা ঘটে থাকে। মূলত স্থানীয় ফুলানি রাখাল গোষ্ঠি ও কৃষকদের মধ্যে চারনভূমি দখল করাসহ নানান বিষয়কে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। প্রতিবছর জাতিগত এই দাঙ্গায় শতশত মানুষের মৃত্যু হয়।