তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে দেশের গৃহ ও ভূমিহীন মানুষের স্বপ্নের ঠিকানা মাদার অফ হিউমিনিটি, বঙ্গকন্যা, জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্প-২-এর ঘরগুলো নির্মাণে অপরিকল্পনা, অনিয়ম, অবহেলা ও দুর্নীতির বিষয়টি সম্প্রতি উঠে আসে ।
একসময় যাদের ঠিকানা ছিলো গাছতলা, কোনো অফিসের বারান্দা, কারো চিলেকোঠা বা অন্যের বাড়িতে- তারা পাচ্ছেন স্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই।
এ প্রাপ্তি ছিলো পরম আনন্দের। কিন্তু বাস্তবতার সঙ্গে অসামাঞ্জস্যপূর্ণ ব্যয় নির্ধারণ, ত্রুটিপূর্ণ নির্মাণপদ্ধতি ও অনিয়ম-দুর্নীতি মলিন করে দিয়েছে উপকারভোগীদের মুখের হাসি।
এরই প্রেক্ষিতে আমি একজন ক্ষুদ্র গনমাধ্যম কর্মী হিসেবে নিজের বিবেকতাড়িত হয়ে এবং স্থানীয়দের অভিযোগের সূত্রে শ্রীঙ্গল উপজেলার ৩নং সদর ইউপি মহাজিরাবাদ বেগুনবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর নির্মাণ কাজ নিয়ে অপরিকল্পনা, অনিয়ম, অবহেলা ও দুর্নীতির বিষয়ে সরজমিন তদন্ত করে তার বাস্তব চিত্র আমার অনুসন্ধানী প্রতিবেদন একাধিক গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হওয়ায় একটি কুচক্রী মহল আমার অনিষ্ঠ সাধনে এবং আমাকে হয়রানী মূলক মামলায় জড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে গোপনসূত্রে জানতে পারি।
তাই জাতির বিবেক, একজন ক্ষুদ্র গনমাধ্যম কর্মী হিসেবে শুধু একটি কথাই বলবো, সত্য প্রকাশে আমি জীবনে কখনো পিছপা হইনি কারো রক্তচক্ষু ভয় পাইনি, আর যতদিন বেঁচে থাকবো দেশ, জাতি এবং সমাজের স্বার্থে সাদাকে সাদা আর কালোকে কালো বলেই প্রকাশ করবো। সত্যের জয় সর্বদা নিশ্চিত।