লক্ষ্মীপুর রায়পুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তানিম (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবর (৩) জুলাই রাত আনুমানিক ১:৩০ টায় ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে। একটি সড়ক দুর্ঘটনা আর অসচেতনতায় এক অসহায় মা-বাবার স্বপ্ন ম্লান হয়ে গেল।
জানা যায় নিহত তানিম রবিবার বিকেলে বন্ধুদের সাথে আলেকজান্ডার বীচে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে রাত অনুমানিক দেড়টায় ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের, মধুপুর ভুঁইয়া রাস্তা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তানিম মোটরসাইকেল সহ সড়কের পাশে খালে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে খাল থেকে তুলে আশঙ্কাজনক অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জু তানিমের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদরে প্রেরণ করলে পথিমধ্যেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায় নিহত ছেলেটির নাম তানিম, বয়স-২১ বছর। সে রায়পুর বুলেট মাইকের সত্বাধিকারী মিজানুর রহমান বুলেটের ছেলে এবং কাজি প্রিন্সিপাল ফারুকী স্কুল এন্ড কলেজের ইন্টারের সাবেক ছাত্র ছিল। পরবর্তীতে রায়পুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে পড়ালেখা করত বলে জানান নিহত তানিমের এক বন্ধু।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি