চলতি বছরের ৩০ মে যুক্তরাজ্যে বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। গেল বছর বিশ্বকাপ ফুটবল দেখতে রাশিয়ার সহজ ভিসা প্রাপ্তির অভিজ্ঞতায় অনেকে মনে করছেন বিশ্বকাপ ক্রিকেটের যে কোনো ম্যাচের টিকেট কিনলেই যুক্তরাজ্যে ভিসা শতভাগ নিশ্চিত। এই ধারণা থেকে বাংলাদেশে সক্রিয় প্রতারক চক্র। ক্রিকেট নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এই চক্র থেকে সাধারণ মানুষদের দূরে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
তিনি বলেন, ক্রিকেটের উছিলায় যেন কেউ প্রতারিত না হয়। ওয়ার্ল্ড কাপের সময়ে এসব চক্র খুব সক্রিয় থাকে।
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কোন বিশেষ ভিসা চালু করেনি ব্রিটিশ সরকার। ক্রিকেটপ্রেমী সেজে কেউ যদি ভিজিট ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে ধরা পড়লে আগামী দশ বছরের জন্য ব্রিটেনে প্রবেশ নিষিদ্ধ করা হবে আবেদনকারীকে।
কিংডম সলিসিটরসের প্রিন্সিপাল ব্যারিস্টার তারেক চৌধুরী বলেন, যাদের বিরুদ্ধে এমন প্রমাণ পাওয়া যাবে তাদের ভিসা দশ বছরের জন্য নিষিদ্ধ হয়ে যাবে।
ব্রিটিশ কর্তৃপক্ষ ভিসা প্রদানের ক্ষেত্রে ভ্রমণের কারণ, বাংলাদেশে তার সামাজিক অর্থনৈতিক অবস্থান বিবেচনার পাশাপাশি নির্দিষ্ট মেয়াদ শেষে ভিসা আবেদনকারী ব্যক্তির দেশে ফিরে যাওয়ার সম্ভাবনার ওপর জোর দেয়। ব্রিটেনে এসে অবৈধভাবে থাকার এখন তেমন কোন সুযোগ নেই, তাই এই অপচেষ্টা থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।