মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুরঃ আজ বুধবার সকাল ৯টায়, হোমনা, বাঞ্ছারামপুর ও মুরাদনগরের সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে শেখ হাসিনা ওয়াই ব্রীজ রামকৃষ্ণপুরে ঢালে ধর্ষকদের সর্বোচ্ছো শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন এ মুক্ত-জীবনের সভাপতি আবু-সাইদ এর সভাপতিত্বে ও আরিফুল মাসুম ভাইয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজকর্মী ডাঃ মাসুদ, সমাজকর্মী শওকত আলী মোল্লা,শিক্ষক আজাদুর রহমান, নুরে আলম সার ও মুক্ত-জীবন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ,গ্রীন ভয়েস এর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলন,ভয়েস অফ কুমিল্লার প্রতিনিধি আব্দুল আহাদ,মানবতার তরী সংগঠনের মেহেদী হাসান,শ্রীনগর যুব কল্যানের পিয়াস দেবনাথ,রামনগর যুবকল্যানের ফাহাদ, হোমনা উপজেলা কোভিড সচেতনতা গ্রুপের নাদির করিম রাহাত,দৈনিক সরেজমিনের সাংবাদিক সাইদুর রহমান, মুরাদনগর টিভির সাংবাদিক অলি উল্লাহ ভুঁইয়া, ও মুক্ত-জীবন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা মো,রুবেল রানা এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়,।
এই সময় গ্রীন ভয়েস কেন্দ্রীয় সহ-সম্নানায়ক হুমায়ুন কবির সুমন উপস্থিত থাকতে না পারায় তার পক্ষ থেকে লিখিত বক্তব্য ও গ্রীন ভয়েস এর ৭ দফা দাবী পড়ে শোনান মিলন,এই সময় বক্তারা বলেন ধর্ষনের সর্বোচ্ছো শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে, এবং মা বোনদের নিরাপত্তা দিতে হবে, প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল করে দ্রুত ধর্ষণের বিচার কাজ শেষ করতে হবে।