সংসদ সচিবালয়ের ৪৩ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে প্রায় ৪৫০ জনের করোনা পরীক্ষার পর সোমবার পর্যন্ত ৪৩ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়।
তবে এদের অধিকাংশেরই তেমন কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ। তিনি জানান, আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক জানান, সংসদের ৪৩ কর্মকর্তার শরীরে আমরা করোনা পজিটিভ পেয়েছি। এর মধ্যে আজ সোমবার ১১ জনের শরীরে, গতকাল রোববার ১৬ জনের শরীরে এবং শনিবার চারজনের মধ্যে করোনা শনাক্ত হয়।জানা গেছে, আগামী বুধবার শুরু হচ্ছে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন। পরদিন বাজেট উত্থাপন হবে, পাস হবে ৩০ জুন। করোনাভাইরাস মহামারীর এই সময়ে সংসদ অধিবেশন শুরুর আগে এসএসএফের সুপারিশে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়।এর আগে বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে দায়িত্বরত প্রায় ৪৫০ কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষা ২ জুন থেকে শুরু হয়েছিল। সোমবার তা শেষ হয়েছে।