আন্তর্জাতিক ডেস্কঃ এবার সংযুক্ত আরব আমিরাত ইসলামিক আইন সংস্কারের ঘোষণা দিয়েছে। আর এ ঘশনার পর থেকে দেশটিতে এখন থেকে অবিবাহিত ছেলে মেয়ে ‘লিভ টুগেদার’ অর্থাৎ একত্রে বসবাস করতে পারবেন। এছাড়া মদ্যপানের উপর আরোপিত বিধিনিষেধও এ সংস্কারে শিথিল করা হয়েছে।
পরিবর্তিত আইনে বলা হয়েছে, ২১ বছর বা তার বেশি বয়সের নাগরিকরা এখন অ্যালকোহল কেনা বেচা এবং পান করতে পারবেন। সেই সঙ্গে অবিবাহিত নারী পুরুষ একসঙ্গে বাস করতে পারবেন।
এছাড়া পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে পুরুষদের যে একক অধিকার ছিল তারও পরিবর্তন আনা হয়েছে। এখন নির্যাতনের প্রতিবাদে আদালতে পুরুষের বিরুদ্ধে মামলাও করতে পারবেন নারীরা।
সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইন ও বিনিয়োগ ব্যবস্থাকে আরও সহজলভ্য করার ওপর জোর দিচ্ছে আরব আমিরাত সরকার। সেজন্যই ঢালাওভাবে আইন সংস্কার করেছে দেশটি।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি ও সারা বিশ্ব থেকে অধিক বিনিয়োগের পরিবেশ সৃষ্টির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অনার কিলিং এর ঘটনাকে অপরাধের আওতায় নিয়ে এসে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।