আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির পার্লামেন্ট ভবনে প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া তাকে শপথবাক্য পাঠ করান।
এর আগে গতকাল বুধবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টায় কড়া নিরাপত্তার মধ্যদিয়ে শুরু হয় শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। পার্লামেন্টে ভোটের পর রনিল বিক্রমাসিংহে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তিনি পেয়েছেন ১৩৪ ভোট। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট এবং অনুরা কুমার পেয়েছেন ৩ ভোট।
নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে বক্তব্য দেন রনিল এবং বলেন, শ্রীলঙ্কা কঠিন সময় পার করছে। সংকট সমাধানে সরকারের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন রনিল। এর আগে ছয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
উল্লেখ্য, গেল কয়েক মাস ধরেই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। গেল মে মাসে বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী করা হয় রনিলকে। এরপর প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছেড়ে পালালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে।