তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার শেরপুরে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে গত ২৯ এপ্রিল রোজ বৃহস্পতিবার ৪টি ব্যবসায়ীক উদ্দেশ্যে শিল্প প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব পবন চৌধুরী।
ভিত্তি প্রস্তর অনুষ্টানকে কেন্দ্র করে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিষ্ঠানসমূহের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় ও নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
এ চারটি শিল্প প্রতিষ্টানের মাধ্যমে বহু বেকার মানুষের কর্মস্থলের মাধ্যমে এলাকাসহ দেশকে এগিয়ে নিয়ে যাবে একধাপ এই আসা ব্যক্ত করেন জেলা প্রশাসক মির নাহিদ আহসান। অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ শুচনা করেন।