ওয়ানডে বিশ্বকাপে ভালো সময় যাচ্ছে না ইংল্যান্ড ও শ্রীলঙ্কার। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মুখোমুখি হচ্ছে এই দুই দলই। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে টস। আর টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
অতীত পরিসংখ্যানে এ পর্যন্ত বিশ্বকাপে মোট ১১ বার পরস্পরের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। এরই মধ্যে ৬টি ম্যাচে জিতেছে ইংলিশরা, বিপরীতে ৫টি ম্যাচ জিতেছে লঙ্কানরা।
ভাগ্য পরিবর্তনের ম্যাচে দুই দলই বেশকিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। শ্রীলঙ্কা দুই এবং ইংল্যান্ড তাদের দলে এনেছে তিন পরিবর্তন। ইংল্যান্ড দলে ফিরেছেন ওকস, মঈন আলি এবং লিভিংস্টোন। আর লঙ্কানরা দলে নিয়েছে ম্যাথিউস এবং কুমারাকে।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড ও ডেভিড উইলি।
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, মাহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম