দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার দুপুর ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প শ্রীলঙ্কায় কেঁপে ওঠে। খবর হিন্দুস্তান টাইমসের।
এনসিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এনসিএস আরও জানিয়েছে, দক্ষিণ শ্রীলঙ্কার বেশ কিছু অংশের পাশাপাশি রাজধানী কলম্বোতেও কম্পন অনুভূত হয়েছে। কলম্বোতে ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় মানুষরা ঘর থেকে বেরিয়ে আসেন। বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। সুনামি সতর্কতা জারি করার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর আসেনি।
স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, দেশের বেশ কিছু অংশে মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৪ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/এমআরবি