তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের দেয়া বিবৃতিতে বলেন, মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ঈদ শুভেচ্ছা ও পাশাপাশি বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রেসক্লাবের পক্ষে থেকে উপজেলার পৌর শহরের গুহ রোডস্থ কার্যালয় থেকে এই বিবৃতি প্রকাশ করেন।
আজ রোববার সকালে পৌর প্রেসক্লাবের পক্ষে আজির উদ্দিন সিহাব সাধারণ সম্পাদক দেশে প্রবাসে অবস্থান রত সকলকে এই শুভেচ্ছা বার্তা পড়ে শুনান এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রেসক্লাবের সভাপতি আবেদ হোসেন তানভীর,সহ সভাপতি জবর আলী রানা, সহ সভাপতি শেখ সোহেলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য বৃন্দরা।
আরো বলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করা হয় তেমনি আজ ঈদের শুভেচ্ছা বিনিময় মাধ্যমে সকলের দোয়া নিয়ে এ পৌর প্রেসক্লাব কে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাড়িয়েছে।
দেশী-বিদেশী ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। বীর মুক্তিযোদ্ধাগণ মনে করেন সদ্য উদ্বোধনকৃত স্বপ্নের পদ্মা সেতু দেশের সুষম অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরিশেষে তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পৌর প্রেসক্লাবের সকল সদস্যদের নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার আরো অনেক দুর এগিয়ে চলুক এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সহযোগিতা কাম্য।