তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিকাল ৪টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার কারণে বইছে হিমেল হাওয়া। মাঘ মাসের বৃষ্টিকে মঙ্গলজনক মনে করা হলেও বুধবারের বৃষ্টিতে বিপাকেও পড়েছেন অনেকে। বৃষ্টিতে রাস্তা-ঘাট কর্দমাক্ত হয়ে পড়ছে।
অনেকের আশংকা মৌসুমি সবজি ও শীতের ফুল গাছের ক্ষতি হতে পারে এ বৃষ্টিতে। যারা শীতের গরম কাপড় না নিয়ে দৈনন্দিন কাজের উদ্দেশ্য বের হয়েছেন তারা আকস্মিক বৃষ্টি ও ঠান্ডায় বিপাকে পড়েছেন। টানা বৃষ্টিতে ঘরমুখী মানুষজনকে দুর্ভোগে পড়তে হয়েছে। ঠান্ডার কারনে মানুষজনের চলাচল কম থাকায় সড়কগুলোতেও যান চলাচল কমে গেছে।
এদিকে হিমেল বাতাস ও ঘনকুয়াশা শীতের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। তীব্র শীতের কারণে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। শীতের মধ্যে কাজ করতে বের হয়ে কাজ না পেয়ে ও শীতের মাঝে কাজ করতে গিয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা।