তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলার ভুনবীর ও সাতগাঁও ইউপির বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত উক্ত ২ ইউপিতে বিভিন্ন স্থান হতে অবৈধভাবে উত্তোলন করা ৬৪,৬৫২ ঘনফুট বালু জব্দ করে। জব্দকৃত বালু বিধিমত নিলামে বিক্রির জন্য প্রক্রিয়া চলমান।
বালু উত্তোলনে ব্যবহৃত কয়েকটি মেশিন ও বালুসহ একটি ট্রাক ঘটনাস্থল হতে জব্দ করা হয়। জব্দকৃত মালামাল শ্রীমঙ্গল থানা হেফাজতে রক্ষিত আছে।
অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত অপরাধীরা অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা শামীম অর রশিদ তালুকদার।
এ অপরাধের সাথে যুক্ত অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।