তিমির বনিক,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ সরকারী পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শ্রীমঙ্গলে করোনার টিকা দ্বিতীয় ডোজ সারাদেশ ব্যাপি একসাথে এ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
গেল বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় বাংলদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি ৫০ শয্যা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোবিড-১৯ এর টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের মধ্যে দিয়ে সরকারী এ কর্মসূচী শুরু হয়।
এসময় সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আব্দুস শহীদ এমপি বলেন, করোনা মোকাবেলায় সরকার ঘোষিত নানামূখী কর্মসূচী গ্রহন করেছেন। তিনি করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষায় সরকারী ১৮ দফা নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান এবং দুরত্ব বজায় রেখে সকলের সহযোগিতা ও সরকারি নির্দেশনার সন্মান প্রর্দশন করা প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব।