তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অল্পের জন্য রক্ষা পাওয়া খুবি বিলুপ্ত প্রায় সাপ আইড ক্যাট স্নেক উদ্ধার করা হয়।
গেল বৃহস্পতিবার (১০ই জুন) সকাল ১১.৩০ ঘটিকায় শ্রীমঙ্গলে নতুন বাজারের একজন কাঠাল ব্যবসায়ী হঠাৎ সাপ দেখে চিৎকার শুরু করেন। একপর্যায়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবকে খবর দিয়ে বলেন যে, কাঠালের জিপে একটি সাপ আছে কাঠালের জীপে। জীপ গাড়ীতে থাকা মানুষটি অল্পের জন্য রক্ষা পেয়ে যায়।তবে খুবি বিলুপ্ত সাপ আইড ক্যাট স্নেক উদ্ধার করে সাপটিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।
মুঠোফোনে যোগাযোগ করলে সজল দেব জানান, এই সাপটি প্রায় বিলুপ্ত এবং সাপটি খুব বিষাক্ত। বন বিভাগ এর সাথে যোগাযোগ করে সাপটি অবমুক্ত করে দেওয়া হবে।